দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার গাজোলে নমঃশূদ্র কল্যাণ সমিতি কদুবাড়ি পরিচালনা ও স্বামী বিবেকানন্দের জন্ম জাতীয় যুব দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেলো । এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথমে স্বামী বিবেকানন্দ প্রতি ছবিতে মাল্যদান করেন এরপর শ্রদ্ধা জানিয়ে তারপর ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করেন। এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছেন মালদা জেলা বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মহিলাদের আহড়া থেকে ৭ কিমি কদুবাড়ী মোড়, ও পুরুষদের ময়না বাস স্ট্যান্ড থেকে ১০ কিলোমিটার কদুবাড়ী মোড় এসে ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শেষ হয়। এরপর যে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় , উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পুরস্কৃত করেন , ৭ কিলো ম্যারাথন দৌড় মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন:- আলপনা মন্ডল, বাড়ি মালদার রেল কলোনি , তাকে মানপত্র ও মেডেল নগদ তিন হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন। দ্বিতীয় নীলাঞ্জনা সরকার বাড়ি নদিয়ার জেলার পায়রা ডাঙ্গা থেকে আগত তাকে মানপত্র ও দুই হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন। তৃতীয় শিখা মন্ডল তাকে মানপত্র ও মেডেল এক হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন।এরপর ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন বিশ্বনাথ মাড্ডি, বাড়ি বালুঘাট, তাকে মানপত্র মেডেল ও নগদ পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন , দ্বিতীয় অভিষেক রায় তাকে মানপত্র মেডেল ও তিন হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন । তৃতীয় মনোজিৎ কিস্কু বাড়ি বালুঘাট থেকে আগত, তাকে সংসদ পত্র মেডেল দুই হাজার নগদ টাকা দিয়ে পুরস্কৃত করেন। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : গাজোল মার্চেন অ্যাসোসিয়ান ব্যবসা সমিতির সভাপতি বিধান রায়, যোগাসনের গুরুজী অশোক সাহা, কৃষ্ণ সরকার,ও নমঃশূদ্র কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ গনেরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct