নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা উর্ধ্বমুখী হবে । উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী দুদিন ঘন কুয়াশা থাকবে। সাগরে পৌষ সংক্রান্তির দিনগুলিতে রাতের দিকে ও ভোরের দিকে কুয়াশা থাকবে । শনি ও রবিবার দার্জিলিং এবং কালিম্পং- এ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার থেকে গ্রাজুয়েলি একটু মিনিমাম টেম্পারেচার বাড়তে শুরু হবে। ম্যাক্সিমাম যেটা বাড়বে সেটা হলো ১৪ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি। একটু তাপমাত্রা বেশি থাকবে অর্থাৎ ১৫ ডিগ্রির ওপরে। ২ থেকে ৩ ডিগ্রী টেম্পারেচার বাড়ার সম্ভাবনা থাকছে প্রথম তিন দিনে।
১৫ তারিখের পর থেকে অর্থাৎ পরের দুদিন আবার যে তাপমাত্রা বেড়ে যাবে, সেটা আবার কমে চলে আসবে পরের দুদিনে। আগামী সপ্তাহে সোমবার রাত থেকে ফের জাঁকিয়ে পড়বে শীত। দুই ২৪ পরগনা আর মেদনীপুরে আগামী ২৪ ঘণ্টায় একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ প্রচুর পরিমাণে মশ্চার আমাদের রাজ্যে এখন প্রবেশ করছে। এটার দরুন টেম্পারেচার টা বেড়ে যাবে।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন সিগনিফিকেন্ট তাপমাত্রায় কোন চেঞ্জ নেই। যেটা আছে সেটাই চলবে মালদা ,দুই দিনাজপুর, কুচবিহার এবং জলপাইগুড়িতে । একটু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে প্রথম ২৪ ঘন্টা। ১৪ জানুয়ারি আর ১৫ জানুয়ারি এই দুদিন দার্জিলিং মূলত কিছুটা কালিংপং এই দুই জায়গা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সব জায়গাতেই ড্রাই ওয়েদার থাকবে। সঞ্জীব বাবু আরো বলেন সাগরের জন্য দৃশ্যমানতা যেটা আমরা বলছি ১৫০০ থেকে ২০০০ মিটার দৃশ্যমানতা থাকবে। দিনের বেলায় আর লেট নাইট আর সকালের দিকে ৫০০ মিটার দৃশ্যমানতা থাকবে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct