সুব্রত রায়,কলকাতা, আপনজন: বিজেপির একাধিক নেতা বারবার দাবি তুলেছিলেন বঙ্গ ভঙ্গের। উত্তরবঙ্গ, গোর্খ্যাল্যান্ড, কোচ-কামতাপুর, রাঢ় অঞ্চলকে বারবার আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিলেন বিজেপি এবং বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্ব। বারবার মিলে গিয়েছে বিজেপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও- সুর। এবার কেএলও নেতা জীবন সিংহের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। বাংলা ভাগের চক্রান্ত। আর তা নিয়েই হয়েছে বাংলার বাইরে গোপন বৈঠক।প্রেস বিজ্ঞপ্তির বয়ান অনুযায়ী, পৃথক কামতাপুর রাজ্য হবেই। তা নিয়ে কেন্দ্রে সঙ্গে বৈঠক করতে দেশে ফিরছে কেএলও’র একাধিক নেতা। এতদিন না কি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা’র মধ্যস্থতায় চলছিল বৈঠক। সেই বৈঠক প্রায় শেষ পর্যায়ে। সম্প্রতি হতে পারে চূড়ান্ত দ্বিপাক্ষিক বৈঠক। লেখা রয়েছে, আপাতত কেএলও নেতৃত্ব মায়ানমারে গা ঢাকা দিয়ে আছে।প্রেস বিজ্ঞপ্তিতে কোচ-কামতাপুর বাসিন্দাদের শুভেচ্ছা জানান কেএলও নেতা জীবন সিংহ। তার মানে বাংলা ভাগ নিয়ে বৈঠক গোপনে গোপনে হয়েছে দীর্ঘ দিন ধরে। সেই লাগাতার বৈঠকের শেষ পর্যায় আসতে চলেছে। এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসা মাত্র ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অন্যদিকে, রাজ্যের শাসক দলের দাবি ‘কোনও মতেই বঙ্গ ভঙ্গ মেনে নেওয়া হবে না’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct