আপনজন ডেস্ক: হাওড়ার পাঁচলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের মন্তব্য ঘিরে এবার শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, তিনি এক দলীয় কর্মীসভায় বলেন, তিনি ফের বিধায়ক না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ও আর মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসতে পারবেন না। এবং এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। যদিও এদিন বিধায়ক দাবি করেছেন এইরকম কিছুই বলেননি তিনি। তাঁর বক্তব্যের বিকৃতি করা হয়েছে। তিনি যা বলেছিলেন ২০২১এর নির্বাচনের আগে। তবে এই ধরনের কথা তিনি বলেননি। তিনি বলতে চেয়েছিলেন পাঁচলা দলের শক্ত ঘাঁটি। সেখানে যদি দল জিততে না পারে তাহলে নবান্নে দল কিভাবে আসবে। যদিও অন্য সূত্রের দাবি, সোমবার বিকেলে পাঁচলায় তৃণমূলের এক দলীয় কমসূচিতে যোগ দেন পাঁচলার তৃণমূল বিধায়ক। সেখানেই তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। বলতে শোনা যায়, ‘আমি যদি ভোট না পাই, তাহলে সন্ন্যাস নিয়ে নেবো। আর আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি তাহলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না’। যদিও বিধায়কের পাল্টা দাবি তিনি ওই কথা বলেননি।
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিদির দূত হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন দলের বিধায়করা। হাওড়ায় সেই কর্মসূচিতেই নানা ধরনের বিতর্কিত মন্তব্য করছেন গৌতম চৌধুরী থেকে শুরু করে গুলশন মল্লিকের মতো তৃণমূল বিধায়করা। এদিকে, গুলশন মল্লিকের এই মন্তব্য বিতর্কে আসরে নেমেছে বিজেপি। মিডিয়ায় মুখ খুলেছেন বিজেপির রাজ্য নেতা উমেশ রাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct