আপনজন ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের আন্তর্জাতিক গার দ্যু নর্দ রেলস্টেশনে বুধবার ভোরে ছুরি হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিঁ বলেন, দায়িত্বরত ছিলেন না এমন দুজন পুলিশ কর্মী অভিযুক্ত লোকটিকে আটক করেন। পুলিশ কর্মী দুজন দায়িত্ব পালন শেষে ঘরে ফিরছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেহভাজন হামলাকারীকে তিনবার গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।এ ছুরি হামলার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।সকাল ৬টা ৪২ মিনিটে হামলার ঘটনাটি ঘটে। মাত্র এক মিনিটের মধ্যেই হামলায় ছয়জন আহত হন এবং হামলাকারীকে আটক করা হয়। ‘সাহসী ও সময়োচিত’ কাজের জন্য পুলিশ কর্মী দুজনকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁরা অনেকের জীবন বাঁচিয়েছেন’। প্যারিস গার দ্যু নর্দ ইউরোপের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক রেলস্টেশন। প্রতিদিন রেলস্টেশনটি দিয়ে প্রায় সাত লাখ যাত্রী চলাচল করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct