রাজু আনসারী, অরঙ্গাবাদ: রাজ্যের প্রাক্তন শ্রম দপ্তরের প্রতি মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের বাড়ি, বিড়ি ফ্যাক্টরী ও চাল মিলে টানা দশ ঘন্টা তল্লাশি চালালো আয়কর দপ্তরের আধিকারিকরা। বুধবার সন্ধ্যা সাতটার পর তল্লাশি অভিযান শেষ করে বাড়ি থেকে বের হন আধিকারিকরা। যদিও আয়কর হানায় কোনো অসঙ্গতি মেলেনি বলেই দাবি করেছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। আয়কর দপ্তরকে তদন্তে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
উল্লেখ করা যেতে পারে, বুধবার বেলা ১০ টা নাগাদ জঙ্গিপুর মহুকুমার রঘুনাথগঞ্জ, সুতি এবং সামশেরগঞ্জে হানা দেয় আয়কর দপ্তর। সামসেরগঞ্জের বিজলি বিড়ি এবং আনন্দ বিড়ি ফ্যাক্টরীর পাশপাশি সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আধিকারিকর। তার শিব বিড়ি ফ্যাক্টরীর পাশাপাশি জঙ্গিপুরে অবস্থিত চাল মিলেও হানা দেয় আয়কর দপ্তর। সকাল থেকে তল্লাসি অভিযান শুরু হয়ে সন্ধ্যা গড়িয়ে এলেও তল্লাশি সম্পূর্ণ না হওয়ায় ক্রমশ উদ্বেগ বাড়ছিল। অবশেষে সন্ধ্যা সাতটার পর তল্লাশি অভিযান শেষ করে বাড়ি থেকে বের হন আধিকারিকরা। এদিকে সামসেরগঞ্জ থেকেও বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা।
সুতির অরঙ্গাবাদ তার বাসভবনে আয়কর হানা নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জাকির হোসেন জানান, আমরা ব্যবসা করি। ফলে ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিকরা এসেছিলেন। তাদেরকে আমরা তদন্তে সহযোগিতা করেছি। কোনোরকম অসঙ্গতি পায়নি আয়কর দপ্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct