আপনজন ডেস্ক:পথচলা শুরু হল ‘দিদির দূত’ অ্যাপের। আর সেই অ্যাপ নিয়েই খুঁটিনাটি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। নয়া এই অ্যাপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনও সভা বা কর্মসূচি দেখা যাবে সরাসরি। এর মাধ্যমে যে কেউ সরাসরি বার্তা পাঠাতে পারেন মুখ্যমন্ত্রীকে। দিতে পারেন নিজের মতামত। তৃণমূলের সমস্ত খবরই বিস্তারিত ভাবে থাকবে এই অ্যাপে। বিভিন্ন তথ্য তুলে ধরা হবে গ্রাফিক্স, ভিডিও এবং ছবির মাধ্যমে। যোগাযোগ করা যাবে শীর্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। অভিষেক একটি ভিডিও বার্তায় বলেন, ‘আপনার স্মার্ট ফোনকে আজই অস্ত্রে পরিণত করুন’। পঞ্চায়েত সংলাপ, প্রতিষ্ঠান পরিদর্শন, পঞ্চায়েত সংলাপ, জনসংযোগ সভা, অঞ্চল কর্মিসভা, মধ্যাহ্ন ভোজন, নৈশভোজন ও রাত্রিবাস- এই ধরণের একাধিক ক্যাটাগরি আছে অ্যাপে। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক আগেই দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তৃণমূল স্তর থেকে কাজের জন্য। নির্দেশ ছিল, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার। মানুষের সঙ্গে মিশে সাধারণ খাবার খাওয়া এবং রাত্রিযাপন করার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct