আপনজন ডেস্ক: সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার কথা উল্লেখ করে বুধবার আগরতলায় বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাম্প্রদায়িক ভিত্তিতে মানুষের মেরুকরণ করছে। ৫ জানুয়ারি ত্রিপুরায় বিজেপির ৮ দিনের রথযাত্রার সূচনা করার সময় শাহ জনগণকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে প্রস্তুত হয়ে যাওয়া রাম মন্দির পরিদর্শনের আহ্বান জানান।
ইয়েচুরি বলেছিলেন যে এই ঘোষণাটি ইতিমধ্যে ২০২০ সালের আগস্টে করা হয়েছিল। ইয়েচুরি সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির দুই দিনের বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, শাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের ব্যর্থতা সম্পর্কে প্রশ্নের উত্তর না দিয়ে রাম মন্দির ইস্যুটি তুলে ধরেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান সম্প্রতি মুসলিম, খ্রিস্টান ও কমিউনিস্টদের তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করায় তা নিয়ে ইয়েচুরি বলেন, আরএসএস প্রধানের এই ঘোষণার অর্থ হল, সঙ্ঘ পরিবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ও কমিউনিস্টদের বিরুদ্ধে তাদের আক্রমণ ও ঘৃণা আরও তীব্র করবে। আগামী সংসদ নির্বাচনের আগে এটাই হবে সঙ্ঘ পরিবারের একমাত্র হাতিয়ার। ইয়েচুরি আরও বলেন, ভাগবতের ঘোষণাটি স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনে দেশে সাম্প্রদায়িক সহিংসতা এবং ঘৃণা আরও বাড়বে। বিজেপি ও তার মিত্ররা বিপজ্জনকভাবে প্রচার করছে ভারতে কেবল হিন্দু সংস্কৃতি বিরাজ করবে। বাম নেতা বলেন, জাতীয় রাজনীতি, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে তিনি বলেন, অপরাধের নিরিখে দেশের মধ্যে ত্রিপুরার অবস্থা সবচেয়ে খারাপ। তিনি বলেন, ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে ত্রিপুরার জনগণকে ক্ষমতাসীন বিজেপির সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্ত করা এবং শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct