সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূলের। এবার দলের প্রাক্তন বাঁকুড়া জেলা সভাপতি ও ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ-র বিরদ্ধে পথে নামলেন ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক চ্যাটার্জীর নেতৃত্বে দলের নেতা, কর্মী, সমর্থকদের একাংশ। মঙ্গলবার সকালে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ‘ওন্দা ব্লকে তৃণমূল কংগ্রেস সংগঠন ভাঙ্গার চক্রান্তকারী অরূপ খাঁ’ প্ল্যাকার্ড নিয়ে ওন্দার জাতীয় সড়ক-৬০ ধরে তারা মিছিল করেন। সঙ্গে সকলের মুখে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান তো ছিলই। ওন্দা ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি উত্তম বীট অরুপ খাঁ গোষ্ঠীর লোক হিসেবেই পরিচিত। অন্যদিকে ঐ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অশোক চ্যাটার্জী গোষ্ঠীর অভিযোগ, অরুপ খাঁ এই দলীয় সংগঠনকে ভাঙ্গার চেষ্টা করছেন। এমনকি ৩০ লক্ষ টাকার বিনিময়ে উত্তম বীট ব্লক সভাপতির পদ পেয়েছেন বলেও তারা দাবি করেন। ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি অশোক চ্যাটার্জীর অভিযোগ, ত্রিস্তরীয় পঞ্চায়েতে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার চেষ্টা চলছে। আর ঐ কাজে বর্তমান ব্লক তৃণমূল সভাপতি ও প্রাক্তন জেলা সভাপতি যুক্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে অরুপ খাঁকে সরানোর দাবি জানান তিনি।
এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়িনি বিজেপির । ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন , ১১ বছর পর তৃণমূল কংগ্রেসের একাংশ অরূপ কুমার খাঁর বিরুদ্ধে সরব হয়েছেন এটা আরো আগে দরকার ছিল। তিনি আরও বলেন অরূপ কুমার খাঁ হঠাও ওন্দা বাঁচাও । এ বিষয়ে অরূপ কুমার খাঁ সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা ২০১১ সাল থেকে ১৬ সাল পর্যন্ত নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের দলীয় প্রার্থীকে হারানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি । ২০১৯ এ তারা বিজেপি করেছিল আবার ২০২১ সালে তৃণমূলের জামা পড়ে বিজেপি করেছিল তারাই আজ এসব করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct