আপনজন ডেস্ক: মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে ম্যানেজমেন্ট বিভাগে শুরু হল এক আন্তর্জাতিক সম্মেলন। দুদিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে আজ বুধবার। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে “আজাদি কি অমৃত মহোৎসব” উদযাপনের অঙ্গ হিসাবে ভারতীয় সমাজবিজ্ঞান গবেষণা সংস্থার সহযোগিতায় সংগঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদরা। সাসটেনেবল উন্নয়নের মঞ্চ হিসাবে ‘ডিজিটাল ভারতবর্ষ’ নামক বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন গবেষণা পত্র উপস্থাপন করা হয় এই সম্মেলনে। উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু দফতরের সচিব ওবাইদুর রহমান, আলিয়ার উপাচার্য ড. শেখ আবু তাহের কামারুদ্দিন, রেজিস্ট্রার ড. সৈয়দ নুরুস সালাম। এই সম্মেলনে আমন্ত্রিত বক্তৃতা দেন শ্রীলঙ্কার সেন্টার ফর পিস স্টাডিস সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক রিয়াস সুলেইমা লেব্বে। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. পরভীন আহমেদ আলম তাঁর বক্তৃতার মাধ্যমে বিদ্বজ্জনদের অভ্যর্থনা জানান। এই সম্মেলনের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. সোমনাথ চ্যাটার্জি ও অধ্যাপক ড. ফুরকান উদ্দীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct