মোল্লা মুয়াজ ইসলাম, খন্ডঘোষ: ইসলাম ধর্মীয় মানুষের কাছে টুপি খুবই গুরুত্বপূর্ণ । টুপি নেই এমন বাড়ি বা ব্যক্তি খুঁজে পাওয়া যাবেনা। এই টুপি শিল্পীদের স্বাবলম্বী করতেখণ্ডঘোষে কৈশর গ্রামে বিশেষ কর্মশালার আয়োজন করলো ডিআইসি। খণ্ডঘোষের কৈশর গাম টুপি গ্রাম হিসেবে খ্যাত। এখানকার বাড়ির মেয়েরা অবসর সময়ে টুপি তৈরি করেন। যে টুপি পাড়ি দেয় দেশের বিভিন্ন প্রান্তে এমন কি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রেও পৌঁছে যায়। কৈশরের বিশিষ্ট ব্যক্তি হাসানুজ্জামান এর উদ্যোগে জেলা শিল্প কেন্দ্রের তরফ থেকে এই হস্তশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিআইসি জেনারেল ম্যানেজার অভিজিৎ কর, ম্যানেজার রবিউল হক, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষের প্রধান হারু সাঁতরা ,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ শেখ মইনুদ্দিন ও আক্তারুন্নেসা মোল্লা । স্থানীয় পঞ্চায়েত সদস্য নাসরিন খাতুন ও উপস্থিত ছিলেন । প্রায় আড়াইশের উপর স্থানীয় হস্তশিল্পী, টুপি শিল্পীরা উপস্থিত হয়েছিলেন। কিভাবে টুপি তৈরি করা হবে এবং মার্কেটিং করা হবে সে বিষয়ে জেলা শিল্প কেন্দ্র থেকে বিশেষভাবে আলোকপাত করা হয়। আগামী দিনে এদের লোনের ও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
টুপি শিল্পী ঝুম্পা খাতুন, গরিবা বেগম ,আলমীরা মল্লিক এই কর্মশালায় খুবই খুশি। বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন সঠিক কর্মসংস্থানের লক্ষ্যে তারা এগিয়ে চলেছেন।এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, স্বাচ্ছন্দ আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct