আপনজন ডেস্ক: বাংলাদেশের টঙ্গি শহরে তবলিগি জামাতের ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি। আর আর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। ২২ তারিখ আখেরি বা শেষ মোনাজাত। এখন টঙ্গির ময়দানে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিররা। এই তবলিগি ইজতেমা সফল করতে বাংলাদেশ প্রশাসন খুবই তৎপর হয়েছে। বিশেষট্রেন দেওয়া ছাড়াও সড়ক ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে। আগত মুসল্লিদের চিকিৎসা নিশ্চিত করতে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। টঙ্গী ইজতেমার কারণে ছুটি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct