আপনজন ডেস্ক: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সমর্থকদের নৈরাজ্যের জেরে কমপক্ষে এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন প্রেসিডেন্ট লুলা দা সিলভার নিয়ন্ত্রণে। গতকাল সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় দেশের ক্ষমতার তিন কেন্দ্র ‘আইনসভা, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে’ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতা থেকে সরাতে গত রবিবার একযোগে এই তিন দপ্তরে হামলা চালানো হয়। ব্রাজিলের নজিরবিহীন এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট লুলা দি সিলভার সরকার ব্যাপক তৎপরতা শুরু করেছে। সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস সামরিক বাহিনীর সদর দপ্তরের সামনে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের অবস্থান তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
লুলার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের দাবিতে বলসোনারোর সমর্থকরা সামরিক বাহিনীর দপ্তরের সামনে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করে আসছিল। সুপ্রিম কোর্টের আদেশে ওই বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী, সামরিক বাহিনীর দপ্তরের সামনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা শুরুর পর বিক্ষোভকারীরা তাঁবু গুটিয়ে নিতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct