অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: উচ্চ শিক্ষা সহ কর্ম ক্ষেত্রে অন্যত্র বদলি হয়ে যাওয়ায় অনেক কম চিকিৎসক নিয়েই চলছে বালুরঘাট জেলা হাসপাতাল। হাসপাতালে অনেক কম সংখ্যক চিকিৎসক থাকার কারণে চিকিৎসক সংকটের মধ্যে পরিষেবা চালিয়ে যেতে ব্যাপক কসরত করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রয়োজনের তুলনায় অনেক কম চিকিৎসার থাকলেও যথাযথভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। জানা গিয়েছে, স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় আট জন চিকিৎসক অন্যত্র চলে গিয়েছেন। এর মধ্যে কোন চিকিৎসক উচ্চশিক্ষার জন্য গিয়েছেন আবার কোন চিকিৎসক বদলি হয়ে গিয়েছেন অন্যত্র।
প্রায় ৫০ শতাংশ চিকিৎসক নিয়েই দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা। জানা গিয়েছে, অন্যত্র যাওয়া মোট আটজন জনের মধ্যে ৫ জন হাউস স্টাফ। বাকি তিন জনের মধ্যে দুজন মেডিসিন বিভাগের এবং একজন প্রসূতি বিভাগের। এ বিষয়ে বালুরঘাট সদর হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চিকিৎসকের পরিমাণ সর্বদা কম রয়েছে। সম্প্রতি ১৩ জন এসআর (সিনিয়র রেসিডেন্সি) চিকিৎসক দেয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭ জন জয়েন করেছিলেন। তার মধ্যে দু’জন হায়ার স্টাডির জন্য গিয়েছেন সম্প্রতি। আর একজন স্থায়ী চিকিৎসক প্রসূতি বিভাগ থেকে গিয়েছেন। অন্যদিকে, হাউস স্টাফ ১০ জন জয়েন করেছিলেন। তার মধ্যে পাঁচজন ছেড়ে দিয়েছেন। তবে চিকিৎসক এর সংকট থাকলেও তার মধ্যেও পরিষেবা দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct