আপনজন ডেস্ক: মাওলানা জুবায়েরের অনুসারীদের আপত্তির মধ্যে পুলিশ প্রহরায় ঢাকার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠে প্রস্তুতি কাজ পরিদর্শন করেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের একটি প্রতিনিধিদল। টঙ্গী পূর্ব থানা-পুলিশের সহযোগিতায় আজ সোমবার সকালে মাঠ পরিদর্শনে যায় তারা। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ।
ইজতেমা মাঠে পুরোদমে প্রস্তুতি কাজ চালিয়ে যাচ্ছেন জুবায়েরের অনুসারীরা। এর মাঝে বিদেশি মুসল্লিদের জন্য জায়গা ঠিকমতো প্রস্তুত হলো কি না, তা জানতে আজ সকালে পুলিশ প্রহরায় মাঠ পরিদর্শনে যান সাদ অনুসারীরা। পাঁচ-ছয়জনের পুলিশ দলের মধ্যে ছিলেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমও। সাদ অনুসারীদের দাবি, গত শনি ও রোববারও মাঠ পরিদর্শন করতে এসেছিলেন তাঁরা। কিন্তু জুবায়েরের অনুসারীদের বাধার কারণে মাঠে ঢুকতে পারেননি।
সাদ অনুসারীদের অন্যতম মুরব্বি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম পক্ষের (জুবায়ের) চেয়ে আমাদের বিদেশি মেহমান আসবেন অনেক বেশি। এ কারণে বিদেশি মেহমানদের জন্য কামরা ঠিকমতো প্রস্তুত করা হলো কি না বা আমাদের মেহমান সংকুলান হবে কি না, তা দেখতে মাঠ পরিদর্শন করতে চেয়েছিলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct