আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ আসাম নাগরিকত্ব আইন, ১৯৫১-এর সংশোধনীকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনের শুনানি করেছে। ১৯৮৫ সালে সংশোধিত ৬এ ধারা সাংবিধানিকভাবে বৈধ কিনা তা নিয়ে সব পক্ষকে চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ৬এ ধারায় অসম আইনের আওতায় থাকা ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে বিশেষ বিধান। এতে বলা হয়েছে যে যারা ১৯৬৬ সালের ১ জানুয়ারি বা তার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল-সহ নানা জায়গা থেকে অসমে এসেছিলেন ১৯৭১ সালের ২৫ মার্চের আগে, তাদের নাগরিকত্বের জন্য ১৮ নম্বর ধারার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। ১৯৮৫ সালে ভারত সরকারের অসম চুক্তি স্বাক্ষরের পর অসমের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এটি অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, যদিও অসমে সংবেদনশীল এনআরসিসম্পন্ন হয়েছে, তবুও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯৫১ সালের নাগরিকত্ব আইন থেকে উল্লিখিত সংশোধনী ধারা বাদ দেওয়া হলে অসমে মানবিক সংকটের আশঙ্কা আরও একবার বাড়বে। এই কারণেই জমিয়তে উলামায়ে হিন্দ সুপ্রিম কোর্টে এই ইস্যুতে জোরালোভাবে লড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct