আপনজন ডেস্ক: হুগো লরিসের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০২২ আসরে ‘ব্যাক টু ব্যাক’ ফাইনাল খেলার কীর্তি দেখায় দলটি। গত দুই দশকে লরিসের মতো সাফল্য পাননি আর কোনো অধিনায়ক। সোমবার রাতে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানলেন ৩৬ বছর বয়সী লরিস। আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না টটেনহ্যাম হটস্পার গোলরক্ষককে। কাতার বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় ফ্রান্স। লরিস জানান, বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলকে বিদায় জানানোর পরিকল্পনা করছিলেন তিনি। ফরাসি গণমাধ্যম লেকিপকে লরিস বলেন, ‘একটা সময় আসে, যখন আপনাকে জানতে হবে কোথায় লাগাম টানতে হয়। আমি সবসময় বলেছি যে, ফ্রান্স দলের চেয়ে ব্যক্তি স্বার্থ বড় নয়। আমাদের সকলেরই এটা ভাবা উচিত, আমিই শুরু করলাম তা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, জাতীয় দলকে আমার দেয়া শেষ। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই অবসর নিয়ে ভাবছি আমি।’
পরিবারকে বেশি সময় দিতে চান লরিস। তিনি বলেন, ‘সেরা সময়ে থেকে বিদায় নিতে চাই আমি। তাছাড়া পরিবারের পছন্দও আছে। স্ত্রী-সন্তানদের আরও বেশি সময় দেয়ার প্রয়োজন বোধ করছি।’ ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। মাস দুয়েক পরই শুরু হবে টুর্নামেন্টটির বাছাই। হুগো লরিসের ভাষ্য, লড়াই শুরুর আগেই নতুন কাউকে সুযোগ দেয়া যৌক্তিক মনে করেছেন তিনি। ফরাসি গণমাধ্যম লেকিপকে তিনি বলেন, ‘আমি মনে করি, গুরুত্বপূর্ণ সময়ে এই ঘোষণা দিয়েছি আমি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু হতে আড়াই মাসের মতো বাকি আছে। আমি মনে করি, বিদায় নেয়ার মোক্ষম সময় এটি। শূন্যস্থান পূরণের জন্য অন্য গোলরক্ষক প্রস্তুত আছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct