আপনজন ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, ভারত ও অন্যান্য জায়গায় হিন্দুদের মধ্যে নতুন আগ্রাসনের কারণ হল হিন্দু সমাজ ১,০০০ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত ছিল। অবশেষে সংঘের সহায়তায় তারা জাগ্রত হয়েছে। তিনি বলেন, ‘আপনারা দেখছেন, হিন্দু সমাজ এক হাজার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করে আসছে বিদেশি আগ্রাসন, বিদেশি প্রভাব ও বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে। সঙ্ঘ এই উদ্দেশ্যে তার সমর্থনের প্রস্তাব দিয়েছে, অন্যরাও তাই করেছে। আর এ সবের জন্যই হিন্দু সমাজ জেগে উঠেছে। যারা যুদ্ধে লিপ্ত, তাদের আগ্রাসী হওয়াটাই স্বাভাবিক। আরএসএস মুখপাত্র অর্গানাইজার ও পাঞ্চজন্য-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মোহন ভাগবত। হিন্দু সমাজ আরও একটি যুদ্ধের মধ্যে রয়েছে বলে দাবি করে ভাগবত বলেন, এই যুদ্ধ বাইরের কোনও শত্রুর বিরুদ্ধে নয়। বরং ভিতরের কোনও শত্রুর বিরুদ্ধে। সুতরাং হিন্দু সমাজ, হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতি রক্ষার জন্য একটি যুদ্ধ রয়েছে। বিদেশি হানাদাররা এখন আর নেই, কিন্তু বিদেশি প্রভাব এবং বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যেহেতু এটি একটি যুদ্ধ, তাই লোকেরা অতিউৎসাহী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগবত আরও বলেন, ভারতে মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের অবশ্যই আধিপত্যের দাবি ত্যাগ করতে হবে।
তিনি বলেন, ‘সহজ সত্য হল, হিন্দুস্তানের উচিত হিন্দুস্থান থাকা। আজ ভারতে বসবাসকারী মুসলমানদের কোনও ক্ষতি নেই। যদি তারা তাদের বিশ্বাসে অটল থাকতে চায়, তবে তারা তা করতে পারে। যদি তারা তাদের পূর্বপুরুষদের বিশ্বাসে ফিরে যেতে চায় তবে তারা তা করতে পারে। এটা পুরোপুরি তাদের পছন্দ। কিন্তু একই সাথে, মুসলমানদের অবশ্যই তাদের আধিপত্যবাদের দাবি পরিত্যাগ করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct