নকীব উদ্দিন গাজী, গঙ্গাসাগর, আপনজন: মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর রবিবার দিন গঙ্গাসাগরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, গঙ্গাসাগর ঘুরে দেখেন এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা ,সুন্দরবন পুলিশ জেলাএসপি ভাস্কর ব্যানার্জি সহ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন বেলা বারোটা নাগাদ হেলিকপ্টারে এসে গঙ্গাসাগর হেলিপেটে নামেন রাজ্যপাল এরপর ফুলের স্তবক দিয়ে তাকে অভিবাদন জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গার্ড অফ অনার্স দেন সুন্দরবন জেলা পুলিশ সুপার। গঙ্গাসাগর পরিদর্শন করার পর কপিলীমণি মন্দিরে পুজো দেন । পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যপাল। গঙ্গাসাগর সম্পর্কে প্রশাসনের কাছ থেকে জানেন। রাজ্যপাল আশাকে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা ছিল আটোসাটো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct