এহসানুল হক, বসিরহাট, আপনজন: মাটির তলায় খনিজ তেল আছে কিনা তা জানার জন্য সম্প্রতি ওএনজিসির টেন্ডার নিয়ে তার কাজ করছিল একটি কোম্পানি। গত কয়েক দিনে ধরে তাদের লক্ষ লক্ষ টাকা মূল্যের কানেক্টর ও তার চুরি হয়ে যায়। অভিযোগ মতো মাটিয়া থানা চুরি যাওয়া মাল ও চোর ধরতে তদন্ত শুরু করে পাঁচ লক্ষের ও বেশি টাকার কানেক্টর ও তার উদ্ধার করল পুলিশ। কাকদ্বীপ ও গোলাবাড়ি থেকে ছয়জনকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। এদের মধ্যে চারজন মধ্যপ্রদেশের বাসিন্দা তাদেরকে গোলাবাড়ি থেকেই পুলিশ গ্রেফতার করেছে। এ পর্যন্ত ৮৩ টি কানেক্টর ও প্রচুর তার উদ্ধার করেছে। সোমবার ছয় দুষ্কৃতীকে পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct