আজিম শেখ, ময়ূরেশ্বর, আপনজন: এবার মিড ডে মিলের খাবারে পড়লো সাপ, এমনটাই অভিযোগ। আর সেই মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো একাধিক ছাত্র-ছাত্রী। আজ ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে। উল্লেখ্য প্রতিদিনের মতোই মিড ডে মিলে রান্না হয়েছিল সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ে। আর তারপরেই সেই মিড ডে মিলে সাপ পড়ার মতো ভয়ংকর ঘটনার অভিযোগ উঠল। এদিকে সেই খাবার ছাত্র-ছাত্রীররা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে তারা। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে বিস্তারিত এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, এমনকি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। এদিকে এই ঘটনায় অসুস্থ সাতাশজন ছাত্রছাত্রীর মধ্যে ছাব্বিশ জনকে রামপুরহাট মহকুমা হাসপাতাল ও মেডিকেল কলেজে এবং একজনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার জেরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এমনকি প্রধান শিক্ষককে স্কুলের মধ্যেই ঘিরে রাখে বেশ কিছুক্ষণ তবে খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct