মোল্লা মুয়াজ ইসলাম, খন্ডঘোষ, আপনজন: রবিবার কাটোয়ায় ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। সিসিটিভিতে দেখা গেছে কিভাবে বাসের ছাদে উঠা প্যাসেঞ্জারদের করুন পরিণতি। এই দৃশ্য দেখার পর পূর্ব বর্ধমানের প্রশাসন নড়েচড়ে বসেছে। এস ডি ও সদর সাউথ কৃষ্ণেন্দু মন্ডল এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে,সি এই সি সুব্রত ঘোষ , খণ্ডঘোস থানার ওসি সুব্রত বেরা, রায়না থানার ওসি সৈকত মন্ডল , সেহারা ট্রাফিক ওসি প্রদীপ পাল , বিডিও খণ্ডঘোষ সত্যজিৎ কুমার , বিডিও রায়না রিমিল সোরেন পথে নেমে পড়েছেন। কোনরকম ঝুঁকি না নিয়ে বাসের প্যাসেঞ্জার উঠা ছাদ রাস্তায় নেমে কেটে দিচ্ছেন। এসডিও কৃষ্ণেন্দু মন্ডল বলেন ট্রাফিক নিয়ম মেনে মানুষের জীবন রক্ষা করার জন্য যা কিছু করার তারা করবেন। মানুষের জীবনকে ঝুঁকির মুখে কোনরূপ ফেলে দেয়া যাবে না। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন বাসের রেষারেষি বন্ধ করা হবে । বাস মালিকদের সঙ্গে বসে সঠিক ট্রাফিক নিয়ম মেনে কিভাবে বাস চালনা করা যায় রোডে সেটা দেখা হবে। মানুষের জীবন নিয়ে ঝুঁকি কোনরূপ বরদাস্ত করা হবে না। তারা সাধারণ মানুষকেও সতর্ক করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct