আপনজন ডেস্ক: ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রোববার হামলা চালিয়েছে। তবে এ হামলার পর বর্তমানে কংগ্রেসের নিয়ন্ত্রণ আবার প্রতিষ্ঠিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর বিবিসি। এর আগে দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তির সংখ্যা ৩০০ জন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct