টেস্ট-এর পর মাধ্যমিকের বিশেষ প্রস্তুতি ২০২৩
গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক
পাবাদাড়া হে: উ: এস এইচ হাই মাদ্রাসা
1) দুটি করণীর যোগফল -
a) অবশ্যই মূলদ হবে
b) অবশ্যই অমূলদ হবে
c) মূলদ হতেও পারে আবার নাও হতে পারে
d) মূলদ বা অমূলদ কোনোটিই হবে না
2) দুটি অনুবন্ধী করণীর গুণফল -
a) অবশ্যই মূলদ হবে
b) অবশ্যই মূলদ হবে না
c) মূলদ হতেও পারে আবার নাও হতে পারে
d) মূলদ বা অমূলদ কোনোটিই হবে না
3) দুটি পরস্পর অনুবন্ধী করণী -
a) সর্বদাই পরস্পরের করণী নিরসক
b) কখনোই পরস্পরের করণী নিরসক নয়
c)পরস্পরের করণী নিরসক হতে পারে, নাও হতে পারে
d) এগুলির কোনোটিই নয়
4) কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি -
a)এক সমকোণ
b) দুই সমকোণ
c) তিন সমকোণ
d) চার সমকোণ
5) বৃত্তস্থ সামান্তরিকের যে কোনো তিনটি কোণের সমষ্টি -
a) 100°
b) 135°
c) 180°
d) 270°
6) O কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস। যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং <ADC=100° হয় তবে <BOC-এর মান হবে -
a) 60°
b) 40°
c) 20°
d) 10°
7) একটি বৃত্তস্থ চতুর্ভুজের দুটি কোণ 50° ও 170° হলে অপর কোন দুটির মান হয়
a) 40°,10°
b) 40°,130°
c) 10°,110°
d) 130°, 10°
8) একটি চামড়ার বলে 5544 বর্গ সেন্টিমিটার চামড়া আছে বলটির পরিধি হবে -
a) 21 সেন্টিমিটার
b) 42 সেন্টিমিটার
c) 63 সেন্টিমিটার
d) 132 সেন্টিমিটার
9) একটি অর্ধ গোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত হবে - a)1:4
b)1:6
c)1:8
d)1:9
10) যদি p∞q এবং p=9 যখন q=3 হয় তবে 2pq-এর মান কত হবে, যখন p-q=10
a) 2pq= 30
b) 2pq= 75
c) 2pq= 150 d) 2pq= 180
11 .x=√7+√6 হলে x+1/x এর মান হবে
a)2√6
b)√6
c)2√7
d)√7
12.যদি p+q=√13 এবং p-q=√5 হয় তাহলে pq এর মান
a)2
b)18
c)9
d)8
13. যদি দিনের কোন এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয় তবে ওই স্তম্ভ -এর উচ্চতা
a) 120 মিটার
b) 250মিটার
c)25মিটার
d)100 মিটার
14. ABC ত্রিভুজর AB= 9সেমি BC=6 সেমি এবংCA= 7.5 সেমি। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF দুটি সদৃশকণি ত্রিভুজ যেখানে BC এবং EF অনুরূপ বাহু এবং EF=8 সেমি তাহলে ত্রিভুজ DEFএর পরিসীমা হবে
a)22.5cm
b)25cm
c) 27cm
d)30cm
15. একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হতে পারে
a) 3:4:5
b)4:5:6
c)5:6:7
d)4:6:7
16.একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24সেমি ও 10 সেমি হলে রম্বসটির পরিসীমা হবে
a) 13সেমি
b)26 সেমি
c)52সেমি
d)25সেমি
17.sinA=cosA হলে 2A এর মান হবে
a)30°
b)60°
c)45
d)90°
18.a=90°,b=30° হলে sin(a-b) এর মান হবে
a)1
b)1/2
c)√3/2
d)1/√2
19.tanb+cotb=2 হলে (tanb)^13+(cotb)^13 এর মান -
a)13
b)2
c)1
d)0
20. ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সদৃশকোণী ত্রিভুজ AB:DE=2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত
a)4:9
b)2:3
c)4:3
d)2:9
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct