নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: জি-২০ বৈঠকের উদ্বোধন ছিল সোমবার। তিন দিন ব্যাপী এই বৈঠক শুরু হয়েছে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। কলকাতায় আয়োজিত ৩ দিন ব্যাপী বৈঠকের আলোচ্য বিষয়, ডিজিট্যাল ফিনান্সিয়াল সিস্টেম। বৈঠকের প্রথম দিনে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন বামফ্রন্টকে।এদিন তিনি বলেন, ‘ঋণের বোঝা মাথায় নিয়ে ক্ষমতায় এসেছিলাম’। বলেন, ‘ঋণের দায়ে জর্জরিত ছিল রাজ্য’। এখন আর সেই অবস্থা নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৪ গুণ বেড়েছে জিডিপি। বেড়েছে রাজস্ব আদায়। তিনি বলেন, অতিমারির সময়েও সচল ছিল বাংলার অর্থনীতি। ওই সময়েও হয়েছে কর্মসংস্থান। মোট ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন, কন্যাশ্রী, দুয়ারে সরকার, সবুজসাথী’র মত প্রকল্পগুলির কথা। দেশের মধ্যে বাংলা কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্পেও সেরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ক্ষমতায় আসার আগে উন্নয়নমূলক কাজগুলি আটকে ছিল। ‘আমরা কাজ করে এগিয়েছি’।এদিন তাঁর দাবি, মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগী তাঁর নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহিলা ক্ষমতায়নে তৃণমূল সরকার খরচ করেছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এদিন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড ব্যাখ্যা করে ভারতের মাধ্যমে তিনি বিশ্বের দরবারে তুলে ধরলেন রাজ্যের কথাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct