নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: জি-২০ বৈঠক উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন আলিপুরে। সেখানে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদ্বোধন করেন ‘সম্পন্ন’- মাল্টি লেভেল কার পার্কিংয়ের। উদ্বোধন করেন, আলিপুর যানবাহন নাজরদারি ব্যবস্থার। বিশেষ এই ব্যবস্থার পোশাকি নাম ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস।পরিবহণ দফতরের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব গাড়িতেই এবার থেকে নজরদারি করা হবে। মানে, সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত গাড়িতেই নজর রাখবে পরিবহন দফতর এবং পুলিশ। পরিবহন দফতর সূত্রে খবর, ট্র্যাকিং করা হবে জিপিএসের মাধ্যমে। এদিন পরিবহন দফতরে, পিডব্লুডি, পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের বিশেষ প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, এই কার পার্কিংয়ের ফলে উপকৃত হবেন ধনধান্য, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর মিউজিয়াম এবং উত্তীর্ণ’তে আসা মানুষরা। বলেন, প্রায় ৪০০ বাস এবং গাড়ি পার্ক করা যাবে এখানে। ফলে যানজট মুক্ত থাকবে রাস্তা। রাস্তা সংকোচন হবে না। তাঁর বক্তব্য, পরবর্তীকালে ৬ তলা এই পার্কিং বিল্ডিং হবে ১০ তলা। এদিন ভেহিক্যাল ট্র্যাকিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও কোনও দুর্ঘটনা হলে বা নারী আক্রান্ত হলে যাত্রী সহ সকলের সুরক্ষার জন্য থাকছে ‘প্যানিক বাটন’। বলেন, প্রতিটি গাড়িকে ট্র্যাক করে দেখা হবে স্পিড, কোথায় কোন গাড়ি এবং ওই গাড়ির গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, খুব দ্রুত বাংলা আরও একটি স্টেডিয়াম পাবে। সেখানে খেলার পাশাপাশি তুলে ধরা হবে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিও। রাজ্যের গ্রিন সিটি প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর নির্দেশ, কালীঘাট স্কাইওয়াকের কাজ দ্রুত সম্পন্ন করার। তাঁর বক্তব্য, আদি গঙ্গা সংস্কারে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য।এদিন জি-২০ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগী তাঁর নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মহিলা ক্ষমতায়নে তৃণমূল সরকার খরচ করেছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এদিন রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড ব্যাখ্যা করে বিশ্বের দরবারে ভারতের মাধ্যমে তিনি বিশেষ করে তুলে ধরেন রাজ্যের কথাও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct