নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: জি-২০ উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দেশ-বিদেশের প্রতিনিধিদের দিলেন একতার বার্তা। বললেন, ‘আপনাদের দেশ আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি’। তাঁর বক্তব্য, ‘আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও’। এককথায় এদিন বৃহৎ আন্তর্জাতিক ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।এর আগে সমস্ত রাজ্য সরকারকে একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। আবার বাংলার উন্নয়নের জন্য তিনি কখনও বলেছেন, কেন্দ্র- রাজ্য যৌথ উদ্যোগের কথা। বারবার তিনি বলেছেন, সরকার মানেই নাগরিকদের স্বার্থ। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে, উন্নয়নের কথা। বরাবরই তিনি বিশ্বাসী জোটে। এবার জি- ২০ দেশগুলিকেও সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের আলোচ্য বিষয় ছিল, ডিজিট্যাল ফিনান্সিয়াল সিস্টেম। সেখানেই তিনি বলেন, ‘একতাই মূলমন্ত্র’। একজোট হয়ে কাজের ডাকও দেন তিনি।এবারের জি-২০ বৈঠকের প্রতিনিধিত্ব করছে ভারত। একাধিক বৈঠক হবে রাজ্যে। কলকাতায় ২টি বৈঠক। সোমবার ৩ দিন ব্যাপী বৈঠকের উদ্বোধন হয়ে গিয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানেই জি-২০ দেশগুলিতে উন্নয়ন এবং নাগরিক পরিষেবার জন্য সকল দেশকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন রাজ্যের একাধিক সাফল্যের কথা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct