এম মেহেদী সানি, বারাসত: বারাসত পৌরসভার ২নং ওয়ার্ডের পালপাকুড়িয়া চলন্তিকা সেবা সমিতির আয়োজিত রক্তদান শিবিরে ব্যাপক সাড়া দেখা গেল মহিলাদের।জানা গিয়েছে ওই রক্তদান শিবিরে মোট ৮১ জন রক্তদান করেন, তার মধ্যে ৭২ জন মহিলা রক্তদান করেন।এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বস্ত্রদান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সিরাতের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান রক্তদান শিবিরে ফিতে কেটে উদ্বোধন করে বলেন, ‘রক্তদান শিবিরের অনুষ্ঠান এমন একটি প্ল্যাটফর্ম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন যেখানে জাতিগত ভেদাভেদ থাকেনা হিংসা, বিদ্বেষ থাকে না, বরং একটি মিলনের পিঠস্থান তৈরি হয়। ক্লাব সম্পাদক বদর বলেন, ‘সমাজ ও এলাকার সার্বিক উন্নয়নে আমাদের ক্লাব, সমাজের নানাবিধ কাজ করে চলেছে। সভাপতি সেখ সালাম আলি বলেন, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গুনিজনদের সংবর্ধনা জ্ঞাপণ ও শতাধিক অসহায় গরীব মানুষকে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিম, সেখ রাশেক আলি, সমাজকর্মী আলি আকতার, ক্লাব সম্পাদক আব্দুর রউফ ও বদর ,সভাপতি সেখ সালাম আলি প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct