সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দ্বন্দ্ব ভুলে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতারা অংশ নিলেন ‘দিদির সুরক্ষা কবচ” কর্মসূচিতে। রবিবার বিকালে বাসন্তী হাইওয়ের ধারে তৃণমূল কংগ্রেসের নতুন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস। এখানে ভাঙড় ১এ এবং ভাঙড় ২ নম্বর ব্লকের সমস্ত নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সাংবাদিক সম্মেলন কার্যত জনসভায় পরিণত হয়। দুটি ব্লকের নেতাকর্মীরা ছাড়াও হাজার হাজার সাধারণ তৃণমূল সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ভোজেরহাট-শিখরপুর রোড ও বাসন্তী হাইওয়ে রাজ্য সড়কে। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল সভাপতি সুভাশীস চক্রবর্তী, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রেজাউল করিম, তৃণমূলের ভাঙড় ২ ব্লকের বরিষ্ঠ নেতা আরাবুল ইসলাম, ভাঙড় ১এ সাংগাঠনিক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদ প্রমুখ। উল্লেখ্য ভাঙড়ে তৃণমূলের তিনটি মূল গোষ্ঠী রয়েছে। এগুলো হল রেজাউল, আরাবুল ও কাইজার গোষ্ঠী। এছাড়াও রয়েছে নানা উপগোষ্ঠী। এদিন জেলা সভাপতি সুভাশীস চক্রবর্তী সব পক্ষের নেতা-কর্মীদের দ্বন্দ্ব-বিবাদ ভুলে একযোগে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct