বাবু হক, হাওড়া, আপনজন: হাওড়া জেলার আমতা থানার সোনামুই ফুটবল মাঠে স্বর্গীয় রাজকুমার কোলে স্মৃতি চার দলীয় আমন্ত্রণ মুলক নক আউট ফুটবল প্রতিযোগিতা পঞ্চম বর্ষ উপলক্ষে আয়োজিত হল আজকে বাগনান রত্ন সংঘ ও জয় নগর নেতাজী সংঘ র সঙ্গে খেলার দ্বিতীয় আর্ধে খবর লেখা প্রর্যন্ত বাগনান রত্ন সংঘ দুই গোলে এগিয়ে আছে ও জয় নগর নেতাজী সংঘ এক গোল করেছে বলে জানা গেছে টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে বলে জানিয়েছেন এলাকার বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক খেলা র অনুষ্ঠান পরিচালক বিপ্লব মল্লিক আমাদের প্রতিনিধিকে । উন্নিশো সাতান্ন সাল থেকে সোনামুই ফুটবল ক্লাব এলাকায় বংশানুক্রমে নানা ধরনের শিক্ষা , স্বাস্থ্য সংস্কৃতি ক্রীড়া সেবা কার্যক্রম করে আসছে বলে জানান ক্লাব সভাপতি প্রভাত পারাল ও সম্পাদক তাপস সামন্ত। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন বলে জানান দর্শক হাফিজুল খন্দকার, সেখ রাশেদ আলি ।জয়ী হয় বাগনান রত্ন সংঘ ও বিজিত হয় জয় নগর নেতাজী সংঘ দুই এক গোলের মধ্যে দিয়ে পঞ্চম বর্ষ এস এফ সি কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বহু মহিলা দর্শক উপস্থিত ছিলেন বলে জানান সিরাজাম মনিরা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct