আজাহার উদ্দিন, হুগলি, আপনজন: হুগলি জেলার গোঘাট দু’নম্বর ব্লক সাতবেড়িয়া চন্দ্রমনি ইকো ট্যুরিজম পার্কের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব শেখ মেহবুব রহমান, কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ, সাংসদ অপরূপা পোদ্দার, মহকুমা শাসক শুভাসিনী, এসডিপিও অভিষেক মন্ডল, বিধায়ক রামেন্দু সিংহ রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি শান্তনু ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার পঞ্চায়েত প্রধান তপন মন্ডল, স্বপন নন্দী ছাড়াও সমাজে বিশিষ্টজনেরা। এই পার্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে অত্যাধুনিক ব্যবস্থা। পর্যটকদের জন্য কটেজের ব্যবস্থা, জলাশয়, জলের ফোয়ারা বিভিন্ন রকমের গাছগাছালি ফলমূলের বাহার বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। উদ্যোগকে সকলে সাধুবাদ জানান স্থানীয়রা। স্থানীয় পঞ্চায়েতের স্থায়ী সম্পদ সৃষ্টি হবে, কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে পঞ্চায়েত প্রধান তপন মন্ডল এর উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct