রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বিপুল দর্শকের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হল শামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পুঠিমারী ফিডার ক্যানেল ময়দানে কার্যত টানটান উত্তেজনার মধ্যে মালদা ও পাকুড় টিমের খেলা সম্পন্ন হয়। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় পাকুড় টিম। পাল্টা খেলতে নেমে মাত্র নয় ওভার চার বলেই তিন উইকেট হারিয়ে ১২১ রান তুলে জয়লাভ করে মালদা টিম। এদিন সকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েই শুরু হয় শামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল পর্বের খেলা। শামসেরগঞ্জের পুঠিমারী ফিডার ক্যানেল ময়দানে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মির সাকির আলী, জঙ্গিপুরের এসডিও শিনজন শেখর, ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হাবিব পারভেজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জাতীয় সঙ্গীত, মাঠপরিক্রমা, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ক্রিকেট টুর্নামেন্ট। প্লেয়ার পরিচিতির পরেই টস হয়। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নেমে পাকুড় টিম। খেলা শুরুর প্রাক্কালে প্রয়াত শিক্ষক মোহাম্মদ আব্বাসুদ্দিন ও আল কামাল স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে জমজমাট খেলায় মালদা টিম জয়ী হতেই কার্যত উচ্ছাসে ভেসে উঠেন সমর্থকরা। শামসেরগঞ্জ কাপ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী এবং রানার্স টিমকে সংবর্ধিত করা হয়। সবমিলিয়ে লাখো দর্শকের উপস্থিতিতে শামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কার্যত জমজমাট হয়ে উঠে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct