আপনজন ডেস্ক: গ্রিসকে হুঁশিয়ার বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গতকাল শনিবার তিনি বলেছেন, গ্রিসের সঙ্গে আঙ্কারার কোনো সমস্যা নেই যতক্ষণ না পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে ঝামেলা না করে। আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘আমরা টাইফুন ছুড়েছি। টাইফুনের রেঞ্জ কতদূর? ৫৬১ কিলোমিটার। গ্রিকরা কী করেছে? তাদের পত্রিকাগুলো দ্রুত শিরোনাম করে, তারা (তুরস্ক) এথেন্সে আঘাত হানবে। আপনারা এজিয়ানে যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জগাখিচুড়ি না পাকান ততক্ষণ আমাদের তেমন কোনো সমস্যা নেই।’গত বছরের অক্টোবরে পরীক্ষামূলকভাবে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন উৎক্ষেপণ করে তুরস্ক। ক্ষেপণাস্ত্রটি ৪৫৬ সেকেন্ডে ৫৬১ কিলোমিটার (৩৪৯ মাইল) দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কয়েক মাস আগে দেশটির ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে এরদোয়ানের এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট দেশটির প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করেছেন। এরদোয়ান বলেন, প্রতিটি দেশ আঙ্কারার যুদ্ধ ড্রোন বায়রাখতার টিবি২-কে ঈর্ষা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct