আপনজন ডেস্ক: তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছে আরো ১০ জন। শনিবার (৭ জানুয়ারি) তিউনিসিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত অভিবাসন প্রত্যাশীদের সকলেই আফ্রিকার নাগরিক। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct