সুব্রত রায়, কলকাতা, আপনজন: আবারও ভারতসেরা মমতার বাংলা। ডবল ইঞ্জিনের সরকার যোগীরাজ্য উত্তরপ্রদেশ, মোদির নিজ রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ, অসম, কর্নাটকের মতো একের পর এক বিজেপি শাসিত রাজ্যকে পিছনে ঠেলে বাংলা উঠে এল দেশের সেরা হিসাবে। এবারে বাংলা সেরা হয়েছে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে। ডাকঘরে যে স্বল্প সঞ্চয় প্রকল্প রয়েছে তাতেই ২০২১-২২ অর্থবর্ষে বাংলা থেকে প্রায় ১ লক্ষ ২৫ হাজার ৯৯১ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্র সরকারের ঘরে। ডাকঘর সূত্রের দাবি, এরাজ্য থেকে এত বিপুল টাকা এর আগে কখনও জমা পড়েনি। সব রাজ্যের নিরিখেই এটা সর্বকালীন রেকর্ড। বাংলার ঠিক পরেই অবশ্য রয়েছে উত্তরপ্রদেশ। দেশের ডাকঘরের পরিসংখ্যান বলছে গত আর্থিক বছরে বাংলা থেকে স্বল্প সঞ্চয় বাবদ মোট আদায় হয়েছে ১ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকাই আগে কেনা প্রকল্পগুলির মেয়াদ শেষের পর গ্রাহকদের মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্ক বাদ দিয়ে নিট আদায় হয়েছে ২৮ হাজার ৫৪৯ কোটি টাকা। এই মোট এবং নিট আদায়, দু’টি ক্ষেত্রেই সর্বভারতীয় স্তরে শীর্ষে বাংলা। সর্বমোট অঙ্কের হিসেবে অবশ্য দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ। সেখানে মোট আদায় প্রায় ৯৫ হাজার ১৮৯ কোটি টাকা এবং নিট আদায় ১৮ হাজার ৩৯৭ কোটি টাকা। তবে নিট আদায়ের নিরিখে দ্বিতীয় মহারাষ্ট্র। অঙ্কটা ২২ হাজার ৫৬৭ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা আদায় হয়েছিল বলে ডাকঘর সূত্রে খবর। তার আগের ৩ বছরে সেই অঙ্ক ছিল যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা। ডাকঘরের কর্তারা বলছেন, গত অর্থবর্ষে এখানে যা আদায় হয়েছে, তা সর্বকালীন রেকর্ড। তবে এর নেপথ্যে ব্যাঙ্কগুলির ভূমিকাও রয়েছে। সেখানে যেভাবে আমানতে সুদের হার ক্রমাগত কমিয়ে যাওয়া হয়েছে, তার প্রভাব এই সঞ্চয় প্রকল্পগুলিতে পড়েছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ সামান্য বেশি সুদের আশায় ব্যাঙ্ক ছেড়ে পোস্ট অফিসে টাকা রাখায় বেশি আগ্রহী হয়েছেন গ্রাহকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct