আপনজন ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলমানদের প্রতি মনোভাবের কথা উল্লেখ করে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, একদিকে ধর্মীয় উগ্রবাদকে উসকে দেওয়ার ও মানুষের মনকে বিষ দিয়ে পূর্ণ করার একটি দুষ্টচক্র চলছে, অন্যদিকে মুসলিমদের শিক্ষা ও রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করার বিপজ্জনক প্রকল্পও শুরু হয়েছে। রবিবার জমিয়তে উলামা হিন্দের ওয়ার্কিং কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করে মাওলানা মাদানি এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে দুর্বল হয়েছে এবং বেকারত্ব উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। তিনি বলেন, অর্থনৈতিক ও বেকার সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্যই ধর্মীয় উগ্রবাদ বাড়ানো হচ্ছে। মাওলানা মাদানী আরও বলেন, ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার ভিত্তিতে জনগণকে বিভক্ত করার এই খেলা দেশকে ধ্বংস করে দেবে। তাই সেই দিন বেশি দূরে নয় যখন দেশের তরুণ প্রজন্মকে প্রতিবাদে রাজপথে দেখা যাবে।
আসাম, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যে মুসলমানদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে মাওলানা মাদানি বলেন, সরকারি জমি দখলের অভিযোগে অসমে শত শত বছর ধরে বসবাসকারী মুসলিম বসতিগুলো ধ্বংস করা হচ্ছে। মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাকবের সামনে একটি পার্কিং লট তৈরি করার জন্য মুসলমানদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা, উত্তরাখণ্ডের হরিদ্বারে রেলপথ প্রশস্ত করার আড়ালে ৪৩টি মুসলিম ও কিছু অমুসলিম পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে। উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট অবশ্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু হুমকি রয়ে গেছে। তিনি বলেন, যুগ যুগ ধরে বসতি থাকা মানুষদের বাস্তুচ্যুত করা হলেও ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয় না। তাদের পুনর্বাসনের জন্য বিকল্প জমি দেওয়া হয় না। জমিয়তে উলেমা-ই-হিন্দের মজলিস-ই-আমাইলের বৈঠকে মাদানি আরও বলেন, ভারত আমাদের দেশ, আমরা এই দেশে জন্মেছি এবং এর পরিবেশে আমরা বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষরা এই দেশকে শুধু শক্তিশালী ও স্থিতিশীল করেনি। আমরা এর সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য আমাদের জীবন উৎসর্গ করেছি, তাই আমরা মুসলিম বা দেশের অন্য কোনও সম্প্রদায়ের প্রতি অবিচার ও বৈষম্য বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, জমিয়তে উলেমায়ে-হিন্দ কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণকারীরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা, আইনশৃঙ্খলার অবনতি এবং মুসলিমদের প্রতি চরম বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এক দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, জমিয়তে উলেমায়ে হিন্দের পরবর্তী ওয়ার্কিং কমিটির সভা সভা বিহারের রাজধানী পাটনায় অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। আর গরিব শিক্ষার্থীদের দেওয়া বৃত্তির পরিমাণ ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে। এদিনের সভায় মাওলানা আরশাদ মাদানি ছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাসুতাকিব, মাওলানা সৈয়দ আসজাদ মাদানী, মাওলানা সৈয়দ আশহাদ রশিদী, মুফতি গিয়াসউদ্দিন হায়দরাবাদ, মাওলানা মুশতাক আনফার আসাম, মাওলানা বদর আহমদ মুজব্বী পাটনা, মাওলানা আবদুল্লাহ নাসির বেনারস, মাওলানা সৈয়দ আসজাদ মাদানী, মুফতি আশফাক আহমদ, হাজী সালামাতুল্লাহ দিল্লি প্রমুখ। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন মেমারির ক্বারী শামসুদ্দিন আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct