নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: কালিয়াচক থানার বিভিন্ন এলাকাগুলিতে অপরাধ দমনের লক্ষ্যে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে দাবি করলেন জেলা পুলিসের আধিকারিকরা। রবিবার কালিয়াচক থানায় সন্ধ্যায় এই এলাকার সাম্প্রতিক অপরাধ এবং পুলিসের সাফল্য তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) আলি আবু বাক্কার, কালিয়াচক সাব ডিভিশনাল পুলিস অফিসার সম্ভব জৈন এবং সংশ্লিষ্ট থানার আইসি উদয়শঙ্কর ঘোষ। পুলিশ শেষ এক সপ্তাহে ভালো সাফল্য পেয়েছে ও পুলিশ প্রশাসন কাজের সাফল্য ধারা অব্যাহত রাখবে আশাপ্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার।অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) আলি আবু বাক্কার বলেন, গত কয়েক বছর ধরে পুলিসের নজরদারির কারণে কালিয়াচকে বেআইনি পোস্ত চাষ শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে সাম্প্রতিক অতীতে কালিয়াচকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিস। পৃথক একটি ঘটনায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকাও। এছাড়াও কালিয়াচকে গত ৩১ ডিসেম্বর চাতরায় সড়কে এক ব্যক্তি খুনের ৭২ ঘণ্টার মধ্যে তিনজন অপরাধীকে চিহ্নিত ও গ্রেপ্তার করেছে পুলিস। পুলিশ যে তৎপর রয়েছে খুনের ঘটনার দ্রুত কিনারা করেছে । উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচকের মোজামপুর এলাকা থেকে প্রায় ৪ কেজি ২০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে সম্প্রতি গ্রেপ্তার করে পুলিস। ওই মাদকের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকার কাছাকাছি। নিষিদ্ধ বাজারে অবশ্য ওই মাদকের মূল্য আরো বেশি হতে পারে বলে ধারণা পুলিস কর্তাদের। অন্য একটি ঘটনায় ব্রাউন সুগার তৈরির অন্যতম উপকরণ সোডিয়াম কার্বনেট সহ নগদ ১০ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয় নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুইজনকে। অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) বলেন, পৃথকভাবে এফআইআর দাখিল করে মাদক ও অস্ত্র সংক্রান্ত প্রভৃতি অপরাধের অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিস। পুলিস কর্তাদের দাবি, কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি, মানিকচক এবং ইংলিশবাজার থানা এলাকায় মাদক তৈরি ও পাচার এবং অস্ত্র সংক্রান্ত অপরাধ দমনে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিস। পুলিশ প্রশাসন মানুষের পাশে থেকে কাজ করছে দাবি করে কোথাও কোন অবাঞ্ছিত ঘটনা ঘটলে আমাদের জানান বলে সংবাদ মাধ্যমের কাছে বার্তা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct