আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর কুমিরমড়ায় আল কৌসার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর হল রবিবার। এদিন সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিত ডা. মনোতোষ খাঁড়া বলেন, এই এলাকার মানুষদের চিকিৎসার জন্য কলকাতাতে যেতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। সেই কলকাতাকে এইখানে নিয়ে আসাই মূলত এদের ইচ্ছা। আমি এই হসপিটালের সঙ্গে এখন আছি, ভবিষ্যতেও থাকব। এছাড়া উপস্থিত ছিলেন, ডা. শুভাশিস সাধুখা। তিনিও মানুষের স্বার্থে এই হসপিটালের সহযোগিতায় সময় দেবেন বলে জানান। স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. নাফিসা নাসরিন নিরলসভাবে মানুষের চিকিসা সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার করেন। যথার্থ চিকিৎসা পরিষেবা দিতে রকম ভাবে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেন ডা. সৌম্য পাত্র। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ হাজি শামসুদ্দিন, হাজি সুলতান আলী মন্ডল, মতিউর রহমান, সেলিম হাজী, অরুণ সেন। এদের হাত ধরে গড়ে উঠবে আল কৌসার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। মূলত এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ জানান, মানুষকে যথার্থ চিকিৎসা সেবা প্রদানের জন্য এই হসপিটাল গড়ে তোলা হচ্ছে। মানুষ দূরদূরান্তে চিকিৎসা করাতে গিয়ে অনেকের প্রাণ যাচ্ছে। তাই কলকাতার মতো চিকিৎসা পরিষেবা একেবারে স্বল্প খরচে এই পল্লীগ্রামে দেওয়ায় তাদের মূল লক্ষ্য বলে জানান। এদিনের অনুষ্ঠানে শিক্ষানুরাগী ছাড়াও এলাকার মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct