জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়া জেলার ঝালদা থানার প্রত্যন্ত এলাকায় অবস্থিত কুটিডি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। প্রান্তিক এলাকার এই বিদ্যালয়ে পড়াশুনা করে প্রথম প্রজন্মের বহু পড়ুয়া। সেই বিদ্যালয়ের পড়ুয়াদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছিল চার দিনের শারীর শিক্ষণ শিবির। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ কুমার গোপ মন্ডল জানান ছাত্র-ছাত্রীদের কাছে পুঁথিগত বিদ্যাই শেষ কথা নয়। চার দেওয়ালের বাইরে তারা বিশ্বভুবনকে জানুক। তাই তাদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়। ৪ জানুয়ারি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হয়। ৪ ,৫ ও ৬ জানুয়ারি দিনের বেলা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেন সব পেয়েছির আসরের প্রশিক্ষকবৃন্দ। ৭ জানুয়ারি ছিল শিবিরের চূড়ান্ত দিন। শিবিরের সেরা ছাত্র হিসেবে পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের ছাত্র সন্দীপ নায়ককে। সেরা ছাত্রীর পুরস্কার অর্জন করে মধুমিতা মাহাতো। এছাড়াও এদিনের অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের ছাত্রী হেমানি মাহাতোকে শ্রমিক কল্যাণ পর্ষদ আয়োজিত রাজ্য স্তরের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্য সম্বর্ধনা জানানো হয়। চার দিন ধরে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উন্মাদনা ছিল তুঙ্গে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নাফিসা খাতুন, শ্যামলী মাহাতো, মনা ভাগত, সুরজিৎ মাহাতো জানায় তারা এই প্রশিক্ষণ শিবির থেকে অনেক বিষয় জানতে বুঝতে ও শিখতে পেরেছে। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক যামিনীকান্ত মন্ডল, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আলোক কুমার চট্টোপাধ্যায় ,অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ,প্রাক্তন শিক্ষক তপন কুমার হালদার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct