আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: বিনা পয়সায় বাজার, এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়ারা। শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসের সামনে বসেছিল বিনা পয়সায় বাজার। উদ্যোক্তারা বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে শুরু করছি “বিনা পয়সায় বাজার” মানুষ মানুষের জন্য। আমরা কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের জেলাগুলিতোও সমানভাবে কাজ করছি, মানুষের সাড়া পাচ্ছি তাৎপর্যপূর্ণ, আমরা মানুষের দ্বারে পৌঁছে যাই পুরোনো ব্যবহার যোগ্য পোশাক আমাদের হাতে তুলে দিতে কিন্তু আমরা তার থেকেও বেশি কিছু পাই কেউ নতুন পোশাক কিনে দেয় আবার কেউ সমপরিমাণ টাকা দেয়। সাজিদুর রহমান নামে এক ছাত্র বলেন এই শীতে আমি আপনি যখন গরম চাদরে নিজেকে মুড়ে রাখছি, তখন কিছু মানুষ খোলা আকাশ মাথায় নিয়ে ঠান্ডায় রাস্তায় রাত কাটাচ্ছে। কুয়াশায় ঝাপসা হয়ে আসা সেইসব পথবাসীদের চোখ একবুক আশা নিয়ে তাকিয়ে থাকে সামান্য সাহয্যের জন্য। আমার আপনার একটু সাহায্যই পারে তাদের শীতের কয়াল গ্রাস থেকে রক্ষা করতে। তাই তাদের প্রতি আপনার স্নেহময় হাত, তথা সহায্যের হাত। এদিন প্রায় শ খানেক মানুষের হাতে তুলে দিতে পেরেছি এই উপহার বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct