নিজস্ব প্রতিবেদক, শামসেরগঞ্জ, আপনজন: শামসেরগঞ্জ বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং’য়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের তীর উঠেছে খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমানারা খাতুন, কৃষি কর্মাধ্যক্ষ অসিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সত্যম সরকার, আব্দুল বাড়ি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিডিও অফিসে। সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগমের উপস্থিতিতে এসআই অফ স্কুলকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ। এসআই’য়ের মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতৃত্ব। এদিকে মারধর, হেনস্থা ও মোবাইল কেড়ে নেওয়ার মতো অপ্রীতিকর ঘটনার সিসিটিভি প্রকাশ্যে নিয়ে এসে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এসআই হোসনেয়ারা খাতুন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে এসআই অভিযোগ করলেও পুরো ঘটনা অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আঞ্জুমারা খাতুন। খেলা সংক্রান্ত কোনো বৈঠকই হয়নি বলেই দাবি করেন তিনি। পাল্টা এসআই’য়ের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct