আপনজন ডেস্ক: ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ক্ষমতার শেষ মাস গেল ডিসেম্বরে আমাজনে রেকর্ড পরিমাণ বন উজাড় হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ছিল প্রায় দেড় শ শতাংশ বেশি। ব্রাজিলের একটি সরকারি প্রতিবেদনে এ চিত্র বেরিয়ে এসেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ডিসেম্বর মাসে আমাজন বনের ২১৮ বর্গকিলোমিটার বন ধ্বংস করা হয়েছে। ব্রাজিলের জাতীয় মহাকাশ সংস্থার পর্যবেক্ষণে এই চিত্র ধরা পড়েছে। ইনপের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে জানা গেছে, ২০২১ সালের ডিসেম্বরে আমাজনে ৮৭ বর্গকিলোমিটার বন উজাড় হয়। সেই তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে দেড় শ শতাংশের বেশি বন উজাড় হয়েছে। বলসোনারোর মেয়াদ শেষ হওয়ায় ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন তিনি। বলসোনারো ক্ষমতায় থাকাকালে আমাজনে বিপুল পরিমাণ বন উজাড়ের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct