আপনজন ডেস্ক: ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভের সূত্রে আরও দুইজনের ফাঁসি হয়েছে। সহিংস বিক্ষোভ চলাকালে এক সেনাসদস্যকে হত্যার অভিযোগে ওই দুই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।, মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামে দুজনকে এক আধা সামরিক কর্মকর্তা নিহত হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘দুনিয়াবি দুষ্কর্ম’র জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো ‘প্রহসনের বিচার’ হিসাবে বর্ণনা করে এর নিন্দা করেছে। ২২ বছর বয়সী কারামির পরিবার বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct