আপনজন ডেস্ক: মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার ‘কিং ফয়সাল প্রাইজ’ ২০২৩ সালের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার পুরস্কারের ৪৫তম পর্বে কিং ফয়সাল প্রাইজ বোর্ডের চেয়ারম্যান মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল পাঁচ বিভাগে মনোনীতদের নাম ঘোষণা দেন। যার অর্থমূল্য সাড়ে সাত লক্ষ সৌদি রিয়েল যা ভারতীয় মুদ্রায় ১৬ কোটি ৪১ লক্ষ টাকারও বেশি। আরব নিউজ সূত্রে জানা যায়, এই বছর কিং ফয়সাল প্রাইজের পাঁচ বিভাগ—ইসলামের সেবা, ইসলাম শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিৎসা এবং বিজ্ঞানে মোট আটজনের নাম ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ইসলামের সেবা শাখায় আরব আমিরাতের শেখ নাসের বিন আবদুল্লাহ আল-জাবি এবং দক্ষিণ কোরিয়ার অধ্যাপক ড. চৈ ইয়ং কিল হামিদ মনোনীত হয়েছেন।
ইসলামী স্থাপত্য শাখায় মনোনীত হয়েছেন যুক্তরাজ্যের অধ্যাপক রবার্ট হিলেনব্র্যান্ড। উত্তর আফ্রিকা, মিসর, ফিলিস্তিন ও মধ্য এশিয়াজুড়ে বিস্তৃত তাঁর গবেষণা ইসলামী স্থাপত্যের মৌলিক রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়। আরবি ভাষা ও সাহিত্য শাখায় মরক্কোর অধ্যাপক আবদেল ফাত্তাহ কিলিতো মনোনীত হয়েছেন। ক্লাসিক্যাল আরবি বর্ণনাকে পাঠকদের সামনে নতুন আঙিকে নিয়ে আসতে দীর্ঘ গবেষণা করেন তিনি। এ ছাড়া মহামারি ও ভ্যাকসিন উন্নয়নের ভূমিকা রাখায় চিকিৎসা শাখায় যৌথভাবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ড্যান হাং বারুচ ও ব্রিটেনের অধ্যাপক সারাহ ক্যাথরিন গিলবার্ট। রসায়ন বিজ্ঞানে যৌথভাবে মনোনীত হয়েছেন মার্কিন অধ্যাপক জ্যাকি ই রু ইং ও অধ্যাপক চাদ আলেকজান্ডার মিরকিন। এই বছর চিকিৎসা ও বিজ্ঞান বিভাগে দুজন নারী বিজ্ঞানী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct