আপনজন ডেস্ক: ফুটবল সম্রাট পেলেকে এবার শ্রদ্ধা জানাল আফ্রিকার দেশ গিনি বিসাউ। দেশটির সরকার সেখানকার শহর বাফাটার একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম। এর আগে আফ্রিকার আরেক দেশ কেপ ভার্দে তাদের জাতীয় স্টেডিয়ামের নাম ‘পেলে স্টেডিয়াম’ করার সিদ্ধান্ত নিয়েছে গত বুধবার। বাফাটার যে স্টেডিয়ামটির নাম বদলে কিং পেলে স্টেডিয়াম রাখা হচ্ছে, সেটি গিনি বিসাউয়ের সর্বোচ্চ ফুটবল লিগে খেলা স্পোর্টিং ক্লাব ডি বাফাটার ঘর হিসেবে পরিচিত। স্টেডিয়ামটির নাম এর আগে ছিল দ্য এস্তাদিও ডা রোচা। স্টেডিয়ামের নাম বদলে পেলের নামে করার কারণ গিনি বিসাউয়ের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জনমানুষের কাছে তাঁর ফুটবলের রাজা হিসেবে যে খ্যাতি, সেটাকে শ্রদ্ধা জানাতেই দেশটির মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এ স্টেডিয়ামের নাম ‘কিং পেলে’ করার সিদ্ধান্ত নিয়েছে। পেলের শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংগঠনটির সদস্যদেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন, ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে সবাই যেন তাঁর নামে একটি করে স্টেডিয়ামের নাম রাখেন। গিনি বিসাউয়ের সরকার তাদের বিবৃতিতে লিখেছে, ইনফান্তিনোর অনুরোধে সাড়া দিয়েই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct