সুব্রত রায়, কলকাতা, আপনজন: কনকনে শীতের রাতে কলকাতা শহরকে আরো নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । দিল্লি শহর দেশের অন্যান্য রাজ্যে রাতের অন্ধকারে যে ধরনের অপরাধ ঘটছে তা যাতে কলকাতায় না ঘটে তার জন্য আগাম উদ্যোগ নিল লালবাজার । রাতের শহরে মহিলাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল বা গাড়ি চালানো রুখতে জোরদার করা হলো নজরদারি পেট্রোলিং। মদ্যপান করে গাড়ি চালানো, ওভার স্পীডিং এবং বিনা হেলমেটে গাড়ি চালানোর ফলে কলকাতা শহরে দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। সেই ঘটনা রোধেই শহরের বুকে ৫০ টি মোটরসাইকেলে নজরদারির শুভ সূচনা হলো লালবাজারে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ,৫০ টি মোটরসাইকেল পেট্রোলিংয়ের যাত্রাপথের সূচনা করেন ফ্ল্যাগ অফ করে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে লালবাজার। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, শহরে চেকিং যেমন বাড়ানো হচ্ছে এর পাশাপাশি পানশালাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে মদ্যপায়ীদের সতর্ক করতে। লালবাজারে আজ এক অনুষ্ঠানে পঞ্চাশটি হিরো মটো কর্প মোটর সাইকেল পুলিশের যাত্রার সূচনা করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, কলকাতা শহরের অপরাধ দমনে এই বাইক গুলিতে থাকা পুলিশ অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশ কমিশনার আরো জানান, ৫০ টি মোটরসাইকল দেওয়া হল আরও পরিদর্শন বাড়বে এবং মহিলাদের নিরাপত্তা আরও দেওয়া হবে। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct