আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি হেমা কোহলি দিল্লি ও মহারাষ্ট্র সরকারকে গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কঠোর নির্দেশ জারি করে বলেছিলেন, জানুয়ারি মাসের মধ্যে দিল্লি ও মহারাষ্ট্র সরকারকে রাজ্য হজ কমিটি গঠন করতে হবে। সেসময় কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজ্য হজ কমিটি গঠনের জন্য অক্টোবর মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে ফাইল পাঠানো হয়েছিল। অবশেষে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা শুক্রবার দিল্লি হজ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন।
এই কমিটির মধ্যে রয়েছেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, দুই আপ বিধায়ক আব্দুল রেহমান ও হাজি ইউনুস, কংগ্রেস কাউন্সিলর নাজিয়া দানিশ, দিল্লির নিজামুদ্দিনে তবলিগি মার্কাজের কর্ণধার তথা তবলিগ জামাতের আমির মাওলানা মুহাম্মদ সাদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কওসর জাহান। নব গঠিত দিল্লি হজ কমিটি গঠনে কেজরিওয়াল সরকারের সুপারিশ না মানায় ক্ষোভ প্রকাশ করেছেন কেজরিওয়াল। দিল্লির হজ কমিটিতে বিজেপি সাংসদকে রাখা নিয়ে কোনও প্রশ্ন না তুললেও কংগ্রেস কাউন্সিলরের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শনিবার দিল্লি হজ কমিটির গঠন নিয়ে এলজি ভি কে সাক্সেনাকে একটি চিঠি লিখে বলেছেন,‘আপনি কীভাবে নির্বাচিত সরকারকে এড়িয়ে সরাসরি হজ কমিটি গঠন করেন।’ এলজি ভি কে সাক্সেনার গঠিত হজ কমিটিকে ‘অবৈধ’ বলে অভিহিত করে কেজরিওয়ালের অভিযোগ, কোনও সরকারের সাথে পরামর্শ করা হয়নি বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct