নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, আপনজন: রাজ্য ভাওইয়া প্রতিযোগিতার প্রশাসনিক সভা অনুষ্ঠিত হলো কোচবিহার শহরের সার্কিট হাউসে। এদিনের এই প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবাদন বর্মন সহ একাধিক প্রশাসনিক অধিকর্তারা। আগামী মাসের ১০-১১-১২ ও ১৩ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের কুশামারি হাই স্কুলের মাঠে ৩৪ তম রাজ্য ভাওইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য থেকে প্রতিযোগীরা আসবেন। পাশাপাশি অসম এবং বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে এই চার দিনের অনুষ্ঠানে। এমনটি জানিয়েছেন, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান তথা রাজ্য ভাওইয়া প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি কোচবিহার জেলার জেলাশাসক পবনকাদিয়ান জানিয়েছেন যে, এই বৈঠকে মূলত আলোচ্য বিষয়বস্তু ছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ব্লক স্তরের শিল্পীদেরকে কিভাবে নিয়ে আসা হবে এবং প্রতিযোগিতা কিভাবে সার্থক সাফল্যমন্ডিত হবে সেই বিষয়ে আলোচনা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct