নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বাংলার অন্যতম সেরা প্রকল্প ‘দুয়ারে সরকার’। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। সেই প্রকল্প যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে, তা আগেই জানা গিয়েছিল। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের হাতে তুলে দিলেন সেই সেরার শিরোপা।রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে দিল্লি’র বিজ্ঞানভবন থেকে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। কেন্দ্র সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক ‘ডিজিট্যাল ইন্ডিয়া’ প্লাটফর্মে এই প্লাটিনাম পুরস্কারে দেয় রাজ্যকে। শুধু তাই নয়, ‘দুয়ারে সরকার’ সহ আরও ১৪টি পুরস্কার ছিনিয়ে নিয়েছে রাজ্য। এর আগে মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট ‘দুয়ারে সরকার’ অর্জন করেছিল আন্তর্জাতিক সম্মান। এবার কাজের সাফল্যের মধ্য দিয়েই অর্জন করল কেন্দ্রের স্বীকৃতি। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্র যতই রাজ্যের নিন্দা করুক, কেন্দ্রের এই স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে রাজ্য। কাজের মধ্য দিয়েই সাফল্য ছিনিয়ে নিয়েছে রাজ্য। তাঁর কটাক্ষ, দুয়ারে সরকারের সাফল্যে ‘বিরোধীদের দুয়ারে হতাশা’। উল্লেখ্য, দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় ৯৭ লক্ষ নাগরিক। এরমধ্যে ৩৫ লক্ষ আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। ১০ লক্ষ আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট স্বাস্থ্যসাথী প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনপত্র জমা পড়েছে ৮ লক্ষ ৩৪ হাজার এবং মুখ্যমন্ত্রীর অপর মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানিয়েছেন ৭ লক্ষ ৬১ হাজার জন। এবারের দুয়ারে সরকার প্রকল্পে রাজ্য জুড়ে শিবির হয়েছিল মোট ৮২ হাজার ৩৪৫টি। এর মধ্যে ভ্রাম্যমাণ শিবির ছিল ২৮ হাজার ৩৮১টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct