নিজস্ব প্রতিনিধি, সল্টলেক, আপনজন: আইএএস অফিসার পি বি সেলিমের নামে ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে প্রতারণা হল। তার ছবি ব্যবহার করে বন্ধুবান্ধব এবং ছাত্রী ও আত্মীয়দের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক প্রতারক। পুলিশ সূত্রে খবর, ২০২১সালের ৯ই সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় আইএএস অফিসার পি বি সেলিম একটি অভিযোগ দায়ের করেন। তার নামে একটি ভুয়ো ফেসবুক একাউন্ট খুলে তার ছবি ব্যবহার করে তার একাধিক বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-স্বজন এবং ছাত্রছাত্রীদের কাছে টাকা চাইছে। এরপরেই এই বিষয়টি তার নজরে আসে ।সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপরেই পুলিশ তদন্ত নামে অভিযুক্ত মিস্টার বিলালকে গ্রেফতার করা। সল্টলেক থেকে সে এই কাজ করত। ধৃত উত্তর প্রদেশের বাসিন্দা। আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। পি বি সেলিম বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ওএসডি পদে আছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct